ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর
জেলা শহরের টিএ রোডে ছাত্রদলের নেতাকর্মীরা হরতালের পক্ষে একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হরতালকারীরা ৬টি ইজিবাইক ভাঙচুর ও শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে একটি বাসসহ ৬টি যানবাহন ভাঙচুর করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দলের চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ১৪ জেলায় ছাত্রদলের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কম্পিউটার সার্ভার কক্ষে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে মাস্টার মহিদুল রহমান জানান, তিনি অফিসে কাজ করার সময় অতর্কিত দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে কম্পিউটার সার্ভার কক্ষের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় শহরে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।