শেরপুরে তারায় তারায় দীপশিখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Sherpur-pic-1-244x300‘ছন্দে আনন্দে বিকশিত হোক শৈশব ও কৈশোর’-শ্লোগানে শেরপুরে অনুষ্ঠিত হলো স্কুল পড়ুয়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তারায় তারায় দীপশিখা নির্বাচনের জেলা পর্যায়ের চিত্রাঙ্কন, নাচ, গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির আয়োজনে ১২ জানুয়ারি সোমবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপি ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার ব্র্যাক পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়, ইএসপি বিদ্যালয়, আদিবাসী, প্রতিবন্ধি ও পেইজ প্রকল্পভুক্ত আড়াইশ’ বিদ্যালয় ও ৪০ টি কিশোরী ক্লাবের ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ৪ টি ইভেন্টের ৫ টি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অজর্নকারীদের পুরস্কৃত করা ছাড়াও অংশগ্রহণকারী সকল শিশুর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হায়দর আলী। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, শিক্ষা ব্যবস্থাপক নুরুন্নাহার, এলাকা ব্যবস্থাপক নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend