৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি

BCS/bpsc৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি শুরু হবে।
সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কমিশনের আগারগাঁওয়ের কার্যালয়ে সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষায় অংশ নিতে পিএসসির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত দিনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
৯ হাজার ৮২২ জনকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ করে গত ১৮ ডিসেম্বর ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।
চলতি বছরের ২৪ থেকে ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৪৬ হাজার ৫৩০ জন অংশ নেন।
বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
গত বছরের মে মাসে এই বিসিএসের প্রিলিমিনারিতে ১ লাখ ৯৫ হাজার প্রার্থী অংশ নেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend