ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না : সৈয়দ আকবরউদ্দিন
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ সরকার এবং জনগণই সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে ভারত সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না।
সোমবার নয়াদিল্লীতে পররাষ্ট্র মন্ত্রনালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ভারতের বৈদেশিক মন্ত্রণালয়ের মূখপাত্র সৈয়দ আকবরউদ্দিন এ মন্তব্য করেন।
ভারতের প্রভাবশালী দৈনিক ‘টাইমস্ অব ইন্ডিয়া’য় প্রকাশিত একটি সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমরা বাংলাদেশ ও এর জনগণের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করি। আমরা ভারতের বৈদেশিক নীতি অনুযায়ী কারোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবো না।’
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান টাইমস্ অব ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধানে ভারতের হস্তক্ষেপ প্রত্যাশা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ আকবরউদ্দিন বলেন, ভারতের নীতি হচ্ছে কারো অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো। বাংলাদেশের জনগণ এবং সরকার তাদের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে ভারত কোন হস্তক্ষেপ করবে না।