দুই লঞ্চের সংঘর্ষে প্রাণ গেল নারী ও শিশুর
চাঁদপুরের মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। ওই সময় আহত হয়েছেন অন্তত ১১ জন।
মেঘনা নদীর চাঁদপুরের মোহনা এলাকায় সোমবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহানা বেগম (৫০) ও আহতদের বাড়ি বরিশাল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তারা ঢাকার লালবাগ এলাকায় বসবাস করেন। একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে সবাই লঞ্চে ঢাকা ফিরছিলেন। আহতদের মধ্যে শিশু শাকিলকে (৬) ঢাকায় নেওয়ার পথে কুমিল্লার ভবেরচর এলকায় মারা যায়।
লঞ্চের অন্যযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালগামী এমভি পারাপত-৯ লঞ্চের ধাক্কায় ঢাকাগামি এমভি সুন্দরবন-৮ লঞ্চটি দুর্ঘটনা কবলিত হয় । এতে সুন্দরবন লঞ্চের ডান দিকের চারটি কেবিন ভেঙ্গে যায়। আহত যাত্রীদের মধ্যে আটজনকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক মো. মোবারক হোসেন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে ঘনকুয়াশায়ার জন্যে এ ঘটনা ঘটতে পারে। লঞ্চ দুটি রাতেই নিজ নিজ গন্তব্য অর্থাৎ ঢাকা ও বরিশাল পৌঁছেছে।