শেরপুর সহ ৬ জেলা নিয়ে অবশেষে ‘ময়মনসিংহ’ বিভাগ হচ্ছে
সাত বিভাগের পর আরও একটি নতুন বিভাগ হতে যাচ্ছে। শিগগিরই ‘ময়মনসিংহ’ আলাদা বিভাগের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে ময়মনসিংহকে বিভাগ করার প্রক্রিয়া শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিশোরগঞ্জ জেলার প্রতিনিধিত্বকারী একজন সিনিয়র মন্ত্রী এ প্রস্তাবে তীব্র আপত্তি ও বিরোধিতা করেন। তাকে সমর্থন করেন আরও কয়েকজন মন্ত্রী। কিন্তু এসব আপত্তি উপেক্ষা করে ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্তে অনড় থাকেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ময়মনসিংহকে বিভাগ ঘোষণার জন্য অনেকদিন ধরেই বিভিন্নভাবে আন্দোলন হচ্ছে। ৫ই জানুয়ারির নির্বাচনের পর বেগম রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হওয়ার পর ময়মনসিংহকে বিভাগ করার জোর প্রচেষ্টা চালান। এ নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। তিনি ময়মনসিংহে এর আগে স্থানীয় সাংবাদিকদের জানান, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও শেরপুর ময়মনসিংহ বিভাগ চায় না বলে জানিয়েছেন। তারা ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চায়। টাঙ্গাইল ও কিশোরগঞ্জ না এলে আমরা চার জেলা নিয়েই ময়মনসিংহ বিভাগ করবো। এদিকে মন্ত্রিসভা বৈঠকের পর এক সিনিয়র মন্ত্রী বলেন, ময়মনসিংহকে আলাদা বিভাগ করার কার্যক্রম শিগগিরই শুরু হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সমপ্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী আরও একটি নতুন বিভাগ করার বিষয়ে কথা বলেন। মন্ত্রিপরিষদ সূত্র জানায়, এর আগে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গেল মেয়াদে রংপুরকে আলাদা বিভাগ ঘোষণা করা হয়। বর্তমানে এ বিভাগের কার্যক্রম নিয়ে মোট সাতটি বিভাগ রয়েছে। প্রথমে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা এই চার বিভাগ থাকলেও বর্তমানে সাতটি বিভাগ রয়েছে। বিএনপি’র সময় সাবেক প্রেসিডেন্টের উদ্যোগে পঞ্চম হিসেবে বরিশাল বিভাগ প্রতিষ্ঠা করা হয়। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বিশেষ উদ্যোগে হয় সিলেট বিভাগ। আর রংপুরকে সপ্তম বিভাগ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহেই মূলত রংপুর বিভাগ সৃষ্টি করা হয়।