খালেদা জিয়ার সঙ্গে সাংবাদিক প্রতিনিধি দলের সাক্ষাৎ
দশদিন ধরে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার রাতে তার গুলশান কার্যালয়ে যান ৭ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাত সাড়ে ৯টার দিকে কার্যালয়ে ঢুকেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুর, মেজবাহ উদ্দিন আহমেদ, গাফফার মাহমুদ ও আমিরুল ইসলাম কাগজী।
কার্যালয় থেকে বেরিয়ে কামাল উদ্দিন সবুজ সাংবাদিকদের কাছে বলেন, ‘পিপার স্প্রের প্রতিক্রিয়ায় অসুস্থ বেগম খালেদা জিয়ার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। তিনি এখন সুস্থ আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।’
প্রতিনিধি দলের সদস্য গাফফার মাহমুদ দ্য রিপোর্টকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এ আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার এ আন্দোলন থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তাই সফল না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন কর্মসূচি চলতে থাকবে।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া সুস্থ আছেন। একইসঙ্গে তার মনোবল খুবই দৃঢ়। তিনি দেশবাসীকে দোয়া করেছেন, তাদের দোয়াও চেয়েছেন।’