হিন্দু ধর্ম রক্ষায় এবার ৫ সন্তান জন্ম দেওয়ার আহবান

Indiaধর্ম রক্ষায় হিন্দু নারীদের অন্তত চারটি সন্তান জন্ম দিতে হবে এমন মন্তব্যের কারণ দর্শাতে যখন বিজেপি নেতার বিরুদ্ধে নোটিশ যাচ্ছে তখন আরেক বিজেপি নেতা বললেন, ধর্ম রক্ষায় অন্তত পাঁচ সন্তানের জন্ম দিতে হবে।
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শ্যামল গোস্বামি সোমবার এক জনসভায় এ মন্তব্য করেন। ভীরভুম জেলা বিএনপির ভাইস-প্রেসিডেন্ট গোস্বামি বলেন, ‘আমি আমার হিন্দু মা-বোনদের বলতে চাই, তাদের যদি পাঁচ সন্তান না থাকে তাহলে ভবিষ্যতে ভারতে সামঞ্জস্য থাকবে না। যদি আমার মা-বোনদের পাঁচ সন্তান না থাকে তাহলে ভারতে কোনো হিন্দু অবশিষ্ট থাকবে না।’
তিনি আরও বলেন, ‘হিন্দুত্ববাদ ও সনাতন ধর্ম রক্ষা করতে হলে সকল হিন্দুকে পাঁচটি সন্তানের জন্ম দিতে হবে।’ তার বক্তব্যে হিন্দু নারীরা যাতে ভুল না বোঝেন সে কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে উত্তরপ্রদেশের সংসদ সদস্য সাকসি মহারাজ বলেন, হিন্দু ধর্ম রক্ষায় প্রত্যেক নারীর কমপক্ষে চারটি সন্তানের জন্ম দিতে হবে। তার গত সপ্তাহের ওই বক্তব্যের কারণ দর্শানোর নোটিশ ইতোমধ্যে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: এনডিটিভি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend