পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

paturiaঘনকুয়াশার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সংযাগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার ভোর ৪টা থেকে ফেরি পারাপার বন্ধ করে দেওয় হয়। কুয়াশার পরিমাণ কমে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অন্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসির) পাটুরিয়া ঘাট অফিসের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল দ্য রিপোর্টকে জানান, শেষ রাতের দিকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকায় ফেরিচালকরা চোখে কিছু দেখতে পারছিলেন না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝনদীতে অসংখ্য যাত্রীসহ শাহ মখদুম, খান জাহান আলী, কুমারী ও বনলতাসহ ৬টি ফেরি আটকা পড়েছে।
তিনি আরও জানান, কুয়াশার পরিমাণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে। পাটুরিয়া ঘাট এলাকায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend