দিনমজুরদের দিয়ে খালেদার কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা
দিনমজুর শ্রমিকদের দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করে মিছিল করেছে দিনমজুর শ্রমজীবী জনতা লীগের শতাধিক নেতাকর্মী।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় বনানী মাঠ থেকে তারা মিছিল নিয়ে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের দিকে আসতে চাইলে গুলশান-২ নম্বর গোল চত্বরের কাছে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানে সংগঠনটির নেতাকর্মীরা ২৫ মিনিট বিক্ষোভ করে আবার বনানীর দিকে চলে যায়।
দিনমজুর শ্রমজীবী জনতা লীগ সভাপতি তোফায়েল বলেন, আমাদের কাজ নেই। ঘরে ভাত নেই। ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারি না। আমরা বাঁচতে চাই। আমরা খালেদা-হাসিনা বুঝি না। হরতাল অবরোধ প্রত্যাহার চাই।
মিছিলে অংশ নেয়া এরশাদ আলী জানান, স্থানীয় আওয়ামী লীগের এক নেতা তাকে মিছিলে পাঠিয়েছে। অসুস্থতার জন্য তিনি মিছিলে আসতে না চাইলে ওই আওয়ামী লীগ নেতা জিজ্ঞেস করেন, ‘তোর হাজিরা কত?’ দৈনিক ৪০০ টাকা হাজিরা জানালে ওই নেতা তাকে ৪০০ টাকা দেন।’
এরশাদ আলী বলেন, ‘আমি কোনো দল করি না। ৪০০ টাকা হাজিরা পাইছি। তাই মিছিলে আইছি।’
মিছিলে অংশ নেয়া আরেক শ্রমিক শান্তি বেগম দাবি করেন, মিছিলে অংশ নেয়া সব মহিলারা আওয়ামী লীগ করেন। হরতাল-অবরোধে কাজ না পাওয়ায় তারা খালেদার কার্যালয় ঘেরাও করতে এসেছেন।