রাজধানীতে দু’জনের আত্মহত্যা
রাজধানীতে এক গৃহকর্মী ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মিরপুর ও ক্যান্টনমেন্ট এলাকায় বৃহস্পতিবার পৃথক দুটি আত্মহত্যার ঘটনা ঘটে।
মিরপুর বড়বাগ এলাকায় হিরামনি (১২) নামে এক গৃহকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
গৃহকর্ত্রী শিরিন আখতার জানান, হিরামনি ২ বছর ধরে তাদের বাসায় কাজ করত। সে মাঝে মাঝে বিভিন্ন জিনিস ভেঙে ফেলত। এ নিয়ে হিরামনিকে মাঝেমাঝে বাকাঝকা করতেন শিরিন।
শিরিন জানান, বৃহস্পতিবার দুপুরবেলা হিরামনি গোসল করার জন্য বাথরুমে যায়। অনেকক্ষণ পরও বের না হলে প্রতিবেশিদের সহায়তায় দরজা ভেঙ্গে ভেতরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় হিরামনিকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক হিরামনির মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন।
এদিকে ক্যান্টনমেন্ট থানা এলাকায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, ক্যান্টনমেন্ট রেলস্টেশনের পাশে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অর্জুন গাছের সঙ্গে নিজের গায়ের চাদর দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি।
পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।