বিএনপি নেতাদের সঙ্গে কূটনীতিকদের বৈঠক
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বৃহস্পতিবার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে অবস্থিত বিদেশী কূটনীতিকরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের গুলশানের বাসায় সন্ধ্যা সোয়া ৭টায় ইইউভুক্ত বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বৈঠকে বসেন।
নরওয়ে, সুইডেন, কানাডা, নেদারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানিসহ আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন।
রাত পৌনে ১০টার দিকে বৈঠক শেষে মঈন খানের বাসা ত্যাগ করেন তারা।
বিএনপির পক্ষে বৈঠকে মঈন খান ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ অন্যরা।
বৈঠকে চলমান রাজনৈতিক সঙ্কট নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ডিনারের দাওয়াত ছিল। সেখানে অংশগ্রহণ করতে এসেছিল।