লক্ষ্মীপুরে পুলিশ ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ
লক্ষ্মীপুরে বৃহস্পতিবার রাতে পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. জামাল উদ্দিন দ্য রিপোর্টকে জানান, পুলিশ তদন্তকেন্দ্রের পেছেনের সড়কে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, রাত ৮টার দিকে সদর উপজেলার মান্দারী দত্তপাড়া সড়কের মোল্লারহাট এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।