হরতাল সফল, অবরোধ চলবে : রিজভী

rizviদেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফল বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চলবে।
গণমাধ্যমে পাঠানো বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন। এতে স্বাক্ষর করেছেন দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।
রিজভী আহমেদ শত বাধা বিপত্তি ও প্রতিকূলতার মধ্যেও হরতালের সংবাদ অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে সংগ্রহ ও প্রচার করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে গণমাধ্যমের সকল সাংবাদিক ও সংবাদ সংগ্রহের কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনঃরুদ্ধারের যে লড়াই চলছে, তা গায়ের জোরে দমনের জন্য অবৈধ সরকার বেপরোয়া হয়ে উঠেছে।’
তিনি বলেন, ‘ক্ষমতার দাপটে বর্তমান অবৈধ ক্ষমতাসীন গোষ্ঠী মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে সারাদেশকে গভীর সঙ্কটে ফেলে দিয়েছে। আওয়ামী লীগের এক নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর সন্ত্রাসী হামলার বিষয়ে বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য নীল নকশার অংশ হিসেবে খালেদা জিয়া এখন নিজের দলের নেতাকর্মীদের হত্যা করার পরিকল্পনা নিয়েছেন। ওই নেতা এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সাবধানে থাকার কথা বলেছেন।’
রিজভী আহমেদ বলেন, ‘বিএনপি দেশের একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলই নয়, বরং দলটি জনগণের ম্যান্ডেট নিয়ে কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে, নীল নকশা আওয়ামী লীগেরই চিরাচরিত ঐতিহ্য। তারা একটা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে আগলে রেখেছে।’
তিনি বলেন, ‘চক্রান্ত, ষড়যন্ত্র, দস্যুবৃত্তি এবং জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসে চিরজীবনের জন্য ক্ষমতা আঁকড়ে রাখা আওয়ামী লীগরই ঐতিহ্য। ’৭৫ সালে জনগণ প্রথম বাকশালের দুঃশাসন দেখেছে এখন সেই জনগণ দ্বিতীয় বাকশালের ভয়াবহ দুঃশাসন দেখছে। দেশের রাজনৈতিক ইতিহাসে গুম, খুন ও গুপ্তহত্যার অধ্যায় যুক্ত করেছে আওয়ামী লীগ।’
রিজভী আহমেদ বলেন, ‘অবৈধ সরকারের নিষ্ঠুর জুলুম-নির্যাতনের পরেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আহ্বানে আজকের হরতাল স্বতঃস্ফূর্ত ও সফলভাবে পালিত হওয়ায় ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসী এবং জোটের সকল পর্যায়ের নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।’
দফতরের দায়িত্বে নিয়োজিত বিএনপির এই যুগ্ম-মহাসচিব ঘোষণা করেন, একই সঙ্গে জানাচ্ছি, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চলবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend