অবস্থার উন্নতি ঘটায় রিয়াজ রহমানকে কেবিনে স্থানান্তর
অবস্থার উন্নতি ঘটায় হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ রহমানকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাতে হামলায় আহত রিয়াজের গুলির জখমের ক্ষতস্থান পরিচর্যার পর তাকে পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
রিয়াজ রহমানের মেয়ে আমিনা রহমান সাংবাদিকদের বলেন, বাবার জ্ঞান ফিরেছে, উনাকে কেবিনে নেওয়া হয়েছে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন, চিকিৎসকরা সার্বক্ষণিক তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন।
রিয়াজ রহমানের পাশে সার্বক্ষণিক আছেন তার স্ত্রী নার্গিস রহমান, মেয়ে আমিনা রহমান, জামাতা আরসানাল কুদ্দুস ও ছোট ভাই ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও নজরুল ইসলাম খান কেবিনে গিয়ে সাবেক প্রতিমন্ত্রী রিয়াজকে দেখে আসেন।
মঙ্গলবার রাতে গুলশানে অবরুদ্ধ কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বাসায় ফেরার পথে গুলশান দুই নম্বরের কাছে রিয়াজ রহমানকে গুলি চালানোর পর তার গাড়ি জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।