বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ট্রাকে দুর্বৃত্তদের আগুন
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়ি নামক স্থানে একটি আলু বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে একটি আলু বোঝাই ট্রাক কোনাবাড়ি এলাকায় আসলে দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ট্রাকের সামনের অংশে আগুন লেগে যায়। পরে সিরাজগঞ্জ দমকল বাহিনীর একটি ইউনিট এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার স্টেশন মাস্টার মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে একজন সামান্য আহত হয়েছে। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক ট্রাক চালক ও হেলপারের পরিচয় জানাতে পারেনি পুলিশ।