প্রাগৈতিহাসিক যুগেও ব্যবহৃত হতো সেক্সটয় (দেখুন ছবিতে)
খ্রিষ্ট্রপূর্ব ১২ হাজার বছর পূর্বের কিছু সেক্সটয়
মানুষ তার যৌন পিপাসা মিটানোর জন্য আদিম যুগ থেকেই বিভিন্ন পদ্ধতির আশ্রয় নিয়ে আসছে। এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে সম্প্রতি জার্মানিতে আবিষ্কৃত খ্রিস্টপূর্ব ত্রিশ হাজার বছরের পুরনো সেক্স টয় আবিষ্কারের মাধ্যমে।
জার্মানির একটি গুহা থেকে সম্প্রতি ইতিহাসবিদরা বেশ কিছু সেক্সটয় আবিষ্কার করেছেন। ইউনিভার্সিটি অব টুবিনগেনের গবেষকরা এসব নিয়ে গবেষণা শেষে বলেছেন- এগুলো প্রায় ত্রিশ হাজার বছরের পুরাতন সেক্সটয়।
গবেষকরা আবিষ্কারের পর বলেছেন, টয়গুলোর আকৃতি দেখেই বোঝা যাচ্ছে এগুলো কী কাজের জন্য ব্যবহৃত হতো।
জার্মানিতে আবিষ্কৃত সেক্সটয়টিসহ বেশ কিছু পুরনো দিনের সেক্সটয়ের ছবি।
খ্রিষ্টপূর্ব ২৯ হাজার বছর আগের একটি সেক্সটয়। আবিষ্কার হয় দক্ষিণ-পশ্চিম জার্মানির হোহের ফেলস গুহা থেকে।
প্রস্তর পরবর্তী যুগের এ সেক্সটয়টি বর্তমানে রয়েছে যুক্তরাজ্যের ডোরসেট কাউন্ট্রি মিউজিয়ামে।
খ্রিষ্টপূর্ব ছয় হাজার থেকে চার হাজার শতকের একটি সেক্সটয়। আবিষ্কার হয় সুইডেনে। হরিনের শিং দিয়ে তৈরি হয় এ পুরুষাঙ্গ।
হাতির দাঁত দিয়ে তৈরি পুরুষাঙ্গ। আবিষ্কার হয় ফ্রান্সে।
সূত্র: ম্যাশেবল