খালেদাকে পদত্যাগের আল্টিমেটাম ‘আসল’ বিএনপির

aminআগামী ২ ফেব্রুয়ারির মধ্যে খালেদা জিয়াকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে নবধারার ‘আসল’ বিএনপি। রাজধানীর হোটেল ওয়েস্টিনে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে ‘আসল’ দলের ‘নেতা’ কামরুল হাসান নাসিম এ আল্টিমেটাম দেন।
তিনি বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে খালেদা জিয়া পদত্যাগ করে কমিটি ভেঙে না দিলে পরের দিন জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত আসল বিএনপির নেতাকর্মীরা তাকে পদত্যাগে বাধ্য করবে।’
বিএনপির ক্রান্তিকালীন রাজনীতির ‘মুখপাত্র’ দাবি করে তিনি বলেন, ‘খালেদা জিয়া যদি পদে বহাল থাকেন তাহলে ৩ ফেব্রুয়ারি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ঢাকা মহানগরীর সকল পর্যায়ের (অঙ্গসংগঠনসহ) নেতাকর্মীকে নিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। অবৈধ নেতৃত্বের পরিসমাপ্তি নিশ্চিত করে ওইদিনই জিয়ার বিএনপিকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে।’
তিনি ঘোষণা দেন, আগামী ১৫ দিন থেকে পরবর্তী ৪৫ দিনের মধ্যে প্রায় সব ‘গ্রহণযোগ্য’ নেতৃত্বকে বিএনপিতে দেখা যাবে। এ ছাড়া দলের প্রায় দেড় থেকে দুই কোটি সমর্থক যেভাবে আছেন সেভাবেই থাকবেন। ছয় মাসের মধ্যে দলের সব পর্যায়ের কাউন্সিলে নেতৃত্ব উঠে আসবে। কেন্দ্রীয় কাউন্সিল জুনের মধ্যে সম্পন্ন হবে।
এ মাসের ৩০ তারিখ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঢাকায় একটি ‘অর্থবহ’ সমাবেশ করার ঘোষণাও দেন তিনি।
এ ছাড়াও আগামী ৬ ফেব্রুয়ারি তিনজন উল্লেখযোগ্য পর্যায়ের মুখপাত্রসহ সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কামরুল হাসান আগামী তিন সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ জানুয়ারি সারা দেশের তৃণমূল পর্যায়ের উপস্থিতিতে ঢাকায় ‘অর্থবহ’ সমাবেশ, ২ ফেব্রুয়ারির মধ্যে সব কমিটি ভেঙে দিয়ে বেগম খালেদা জিয়াকে দলীয় প্রধানের পদ থেকে অপসারণ, তা না হলে ৩ ফেব্রুয়ারি অবৈধ নেতৃত্বের অবসান ঘটিয়ে জিয়ার আদর্শ পুনঃস্থাপন এবং ৬ ফেব্রুয়ারি তিনজন উল্লেখযোগ্য পর্যায়ের মুখপাত্রের উপস্থিতিতে সংবাদ সম্মেলন।
খালেদা জিয়ার নেতৃত্বে থাকা বিএনপির সমালোচনা করে ‘আসল’ বিএনপির এ ‘নেতা’ বলেন, ‘দলের মূলনীতিতে থাকা গণতন্ত্র অর্থাৎ দলীয় গণতান্ত্রিক সংস্কৃতি বিএনপিতে নেই। দলের সব ক্ষমতা, রাজনৈতিক সিদ্ধান্ত মাত্র দুই ব্যক্তি নিচ্ছেন। যার একজন হচ্ছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জোর করে বানিয়ে দেওয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান তারই ছেলে তারেক রহমান। যা দলীয় সংবিধানের পরিপন্থী। দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই, চলছে স্বৈরাচারী অনভিপ্রেত সিদ্ধান্ত।’
কামরুল হাসান নাসিম দাবি করেন, বেগম খালেদা জিয়া দিনে মহিলা দলের নেত্রী আর রাতে নাশকতা এবং জঙ্গিবাদের নেত্রী।
লিখিত বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন নাসিম। এ ছাড়া সংবাদ সম্মেলনে তিনি জিয়াউর রহমানের ১৯ দফাও তুলে ধরেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend