‘বিজিবি ডিজির গুলির নির্দেশ অসাংবিধানিক’

jamatজামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘বিজিবি মহাপরিচালক (ডিজি) রাজনৈতিক আন্দোলনের নেতাকর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার তথা গুলি চালানোর যে অন্যায় নির্দেশ দিয়েছেন তা সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত। তার এ নির্দেশ অসাংবিধানিক ও বিদ্যমান আইনের পরিপন্থী।’
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিবৃতিতে জামায়াতের নায়েবে আমীর বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর অতি উৎসাহী কতিপয় কর্মকর্তা তাদের পেশাগত দায়িত্ব পালনের পরিবর্তে আওয়ামী ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এসব অতি উৎসাহী কর্মকর্তা রাজনৈতিক আন্দোলনের নেতাকর্মীদের ধরে নিয়ে গুলি চালাচ্ছে, বাড়িঘরে হামলা করছে এবং ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। তাদের এ ভূমিকা দেশবাসীকে বিস্মিত করেছে। বিজিবির মহাপরিচালক গুলি চালানোর যে নির্দেশ দিয়েছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।’
বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, ‘চলমান গণতান্ত্রিক আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশে হত্যা, খুন ও নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনকে তারা আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে প্রচার করে জনগণের বুকে গুলি চালাচ্ছে। এ ভূমিকা পালন করে তারা দেশের সাড়ে ১৬ কোটি মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা এ সব হঠকারী, অসাংবিধানিক ও বেআইনি ভূমিকা পালন করা থেকে বিরত থাকার জন্য রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবি মহাপচিালক মেজর জেনারেল আজিজ আহমেদ হরতাল ও অবরোধে নাশকতাকারীদের প্রতিরোধ প্রসঙ্গে বলেন, ‘কেউ পেট্রোল বোমা নিক্ষেপ করছে বিজিবি সদস্যরা যদি দেখতে পায় তবে অনেকের প্রাণ বাঁচাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে।’
তিনি বলেন, ‘বিজিবি সদস্যরা সর্বাত্মক চেষ্টা করবে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার জন্য। যদি বিজিবি সদস্যরা আক্রান্ত হয় তখন জীবন বাঁচানো তাদের অধিকার। ওই সময় যদি প্রয়োজন হয় তবে অস্ত্র ব্যবহার করবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend