ঝিনাইদহে এখনো ৩৫২ গ্রামে বিদ্যুৎ পৌছায়নি!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলার ১২৬৫ গ্রামের মধ্যে ৯১৩ গ্রামে বিদ্যুৎ সুবিধা আছে। বাকি ৩৫২ গ্রামে কোনো বিদ্যুৎ সুবিধা নেই। বিদ্যুতের অভাবে গ্রামবাসী অন্ধকারে বসবাস করেন। তবে পর্যায়ক্রমে ৩৫২ গ্রামে পল্লী বিদ্যুতের সুবিধা পৌঁছে দিতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবাবার ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ারদার, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল, সাবেক সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, এলাকা পরিচালক অধ্যক্ষ মোস্তফা শাহিদ, গহর আলী, মিজানুর রহমান, আমেনা খাতুন, শাহানারা বেগম, খোদেজা বেগম, ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল হক, হুমায়ন কবীর, এজিএম মোজাম্মেল হক, হুমায়ূন কবির, মো. সৈয়েব কবীর, আব্দুল হাকিম, ফেরোজ জামান, এমরুল হাসান মাসুদ, নির্বাহী প্রকৌশলী মসিউর রহমান, জয়দেব মালাকার, প্রমুখ উপস্থিত ছিলেন। বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ১৯৯৫ সালে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি গঠনের পর এ পর্যন্ত ৪ হাজার ৮০ কিলোমিটার লাইন নির্মাণ করে এক লাখ ৩৬ হাজার ৬৮৬ জন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেওয়া হচ্ছে। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি ২০১৩-১৪ অর্থ বছরে আয় করেছে ৬২ কোটি ৩৪ লাখ টাকা। সমিতির ক্ষতি এক কোটি ৯ লাখ ২৪ হাজার টাকা।