রাজধানীতে ৫ বাসে আগুন

hortরাজধানীর টেকনিক্যাল মোড়, ধানমন্ডি, মিরপুর ও যাত্রাবাড়ীতে যাত্রীবাহী পাঁচ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
দারুস সালাম থানা এলাকার টেকনিক্যাল মোড়ে শনিবার বিকেল ৪টা ৫০ মিনিট ও সন্ধ্যা ৬টার দিকে যাত্রীবাহী দুটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বাস দুটিতে আগুন ধরে যাওয়ার আগে যাত্রীরা নিরাপদে নেমে আসেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা বাস দুটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতে খবর নেই।’
ফায়ার সার্ভিস সদর দফতরে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে।’
ধানমন্ডি সিটি কলেজের সামনে সন্ধ্যা ৭টার দিকে বিকল্প পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, এক দুর্বৃত্ত যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রেণে আনে।
এদিকে, সকালে যাত্রাবাড়ীর রায়েরবাগে প্রাইম প্লাস এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়।
এর আগে, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মিরপুর ১৩ নম্বরে একটি মিনিবাসে আগুন দেয় দৃর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend