‘দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বিজিবি, পুলিশ ও র‌্যাব প্রধান’

LDPলিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘বর্তমানে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন বিজিবি প্রধান, পুলিশ এবং র‌্যাবের প্রধান। তারাই এখন প্রকাশ্যে গুলি চালানোর হুকুম এবং ভয়ভীতি প্রদর্শনের দায়িত্ব নিয়েছেন।’

তিনি বলেন, ‘আমি মনে করি, তাদের এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এবং উসকানিমূলক। ফলে হয়ত সমস্যা আরও বৃদ্ধি পাবে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। কারণ এখন আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেছে দেশের সাধারণ মানুষ ও ২০ দলীয় জোটের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।’

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল (অব.) অলি আহমদ এ সব কথা বলেন। বিবৃতিতে স্বাক্ষর করেন প্রেস সেক্রেটারি সালাহ উদ্দিন রাজ্জাক।

কর্নেল অলি আহমদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জাতিসংঘ যে উদ্বেগ প্রকাশ করেছে তাতে আমি একজন স্বাধীনতা যুদ্ধের সৈনিক হিসেবে সাধুবাদ জানাই। দেশের ১৬ কোটি মানুষ ও সারা পৃথিবীর শান্তিকামী মানুষ বাংলাদেশের বিষয়ে উদ্বিগ্ন। কারণ দেখামাত্র গুলির নির্দেশ, গণগ্রেফতার নির্যাতনসহ সামাজিক বিশৃঙ্খলা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। বিষয়টি নিয়ে সবাই শঙ্কিত ও আতঙ্কিত।’

আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে সাবেক মন্ত্রী অলি আহমদ বলেন, ‘আগুনে ঘি না ঢেলে, বিশৃঙ্খলা না বাড়িয়ে সকলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করুন। দেশে শান্তি প্রতিষ্ঠা করুন।’

কর্নেল অলি আরও বলেন, ‘সবসময় বিরোধীদলের আন্দোলন চলাকালে লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে সাধারণ মানুষ হত্যা করে, যার দায় সরকারকেই নিতে হবে। এর থেকে মুক্তি পেতে দরকার সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend