গাজীপুরে ৩০ ফুট মাটির নিচে চাপা পড়েছেন শ্রমিক
জেলার শ্রীপুর উপজেলার মাওনায় ৩০ ফুট মাটির নিচে চাপা পড়েছেন সাইদুল ইসলাম (২৫) নামে এক শ্রমিক। শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয়রা জানান, গভীর কূপ তৈরির সময় বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ পাড় ভেঙে পড়ে সাইদুলের উপর।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। রাত পৌনে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।