২৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন: রাজপথে নামবেন কামাল রব সেলিম মান্না

Dr-Kamalরাজপথে মিছিলের মাধ্যমেই বিকল্প শক্তির জানান দেবে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া।’ আগামী সোমবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে মাঠে নামছে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর নতুন এ জোট গঠন প্রক্রিয়ার নেতারা। সোমবারের এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। নতুন এ জোটে ‘চমক’ হিসেবে থাকছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শুক্রবার ও শনিবার সিপিবি ও বাসদের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের ‘ফলপ্রসূ’ বৈঠকও হয়েছে। বৈঠকের পরই সোমবার সকালে একসঙ্গে মানববন্ধন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
সবকিছু ঠিকঠাক থাকলে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নানের নেতৃত্বে দলটির কিছু নেতাও এ জোটে অংশ নেবেন। শনিবার সকাল থেকেই এ নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন গণফোরাম, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্যের নেতারা। এক পর্যায়ে এই চারদলের শীর্ষ নেতারা যুগপৎভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার ব্যাপারে ঐকমত্যে এসেছেন। তবে জোটের ব্যাপারে এখনই আনুষ্ঠানিক ঘোষণা আসছে না।
১৯৮৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচনে এরশাদ সরকারের বিরোধীদলের নেতা আ স ম রবকে নিয়ে সিপিবি ও বাসদের আপত্তি থাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জেএসডি) জোটে নেওয়া হচ্ছে না। জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। তবে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নান জোটে থাকতে পারেন বলে জোট গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম  বলেন, ‘আগামী ২৯ জানুয়ারি আমরা বর্তমান সংকট নিরসনের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছি। সেখানে আরও অনেকেই থাকবেন। তবে এটা নতুন কোনো জোট নয়।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের মানুষ বর্তমানে শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে। মানুষ এখন মুক্তি চাচ্ছে। মানুষ একটা বিকল্প শক্তিকে ক্ষমতায় আনতে চাচ্ছে। এ জন্য আমরা জনস্বার্থে আগামী ২৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছি।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন  বলেন, ‘আগামী ২৯ তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা পাঁচটি দল যুগপৎভাবে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছি।’
৬ জানুয়ারি রাজধানীর মতিঝিলে প্রাথমিক অবস্থায় জোটে গঠনের উদ্যোগ নিয়েছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সে বৈঠকে উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, জেএসডি সহ-সভাপতি এম এ গোফরান, নাগরিক ঐক্যের নেতা ইফতেখার আহমেদ বাবু প্রমুখ।
সূত্রমতে, বৈঠকে মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসীন মন্টু, আব্দুল মালেক রতন, সুলতান মোহাম্মদ মনসুর, সুব্রত চৌধুরীকে নিয়ে একটি স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়। এই কমিটিই চারটি বিভাগীয় শহরে সমাবেশের তারিখ ও জোটের কনভেনশনের ঘোষণাপত্র তৈরি করছেন।
এ ছাড়া ৪ জানুয়ারি গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের বাসায়ও নেতারা দীর্ঘক্ষণ বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend