জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথমবর্ষ ভর্তির ফল প্রকাশ

honots-first-yearজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা রবিবার প্রকাশিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রথম মেধা তালিকায় এক লাখ ৯৯ হাজার ১৭০ জনকে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকা ও এরপর রিলিজ স্লিপ প্রকাশ করা হবে।

বিভিন্ন বিষয়ে মোট ২ লাখ ৬৯ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে বলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এ ফলাফল পাওয়া যাবে। সংশ্লিষ্ট কলেজ থেকেও ফলাফল পাওয়া যাবে।

এসএমএসের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। মোবাইলের মাধ্যমে ফল জানতে nu লিখে স্পেস দিয়ে AT লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend