‘সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি হয়নি’

army_thereport24স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এখনই সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। আপাতত র‌্যাব, পুলিশ ও বিজিবিই যথেষ্ট বলে মনে করছি।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘এখন যা চলছে তা আন্দোলন নয়, এটা চোরাগোপ্তা হামলা। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যতদূর সম্ভব আমরা রাস্তাঘাটের নিরাপত্তাবিধান করতে সক্ষম হয়েছি।’

পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘গতকালও (শনিবার) পুলিশের ওপর হামলা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।’

যৌথবাহিনীর বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘যৌথবাহিনী বলতে আপনারা যদি সেনাবাহিনীকে বোঝান তাহলে বলব, সে রকম পরিস্থিতি এখনো হয়নি। কারণ, এখনই সেনাবাহিনী নামানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আপাতত র‌্যাব, পুলিশ ও বিজিবিই যথেষ্ট।’

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা সজাগ রয়েছেন। পরিবহন সেক্টর থেকে শুরু করে সমস্ত মানুষের জানমাল নিরাপদ রাখার জন্য অত্যন্ত আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে দিন-রাত কাজ করে যাচ্ছেন তারা। আপনারা দেখবেন, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, ইজতেমার পরে তারা (আন্দোলনকারীরা) আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। বিষয়টি দেখা হচ্ছে, যাতে তারা সে রকম কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে।’

‘রাজধানীর টেকনিক্যাল মোড়ে বাসে আগুন দেওয়ার সময় এক পিকেটারকে সাধারণ জনতা ধরে পুলিশে সোপর্দ করেছে’ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, সামনের দিনে জনগণই এভাবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের হাতে তুলে দেবে। পাশাপাশি আমাদের পুলিশ, র‌্যাব ও বিজিবি তো আছেই।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend