উঠে যাচ্ছে ৫ টাকার নিচের মুদ্রা
‘আগামীতে ১ টাকা ও ২ টাকা মানের কোনো মুদ্রা থাকবে না’ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রবিবার সচিবালয়ে ‘ভ্যাট আইন সংশোধন’ সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘আগামীতে ৫ টাকার নিচে কোনো মুদ্রা না রাখার চিন্তা-ভাবনা করছে সরকার। এ জন্য নতুন ৫ টাকার মুদ্রা বাজারে ছাড়া হবে। নতুন এ মুদ্রা বাজারে ছাড়ার আগে ৫ টাকার নিচে যে সব মুদ্রা আছে (১ টাকা ও ২ টাকা) সেগুলো বাজার থেকে তুলে নেওয়া হবে। তবে নতুন ৫ টাকার মুদ্রাটি ধাতব না কাগজের টাকা হবে সেটা এখনো ঠিক করা হয়নি।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এগুলো (১ টাকা ও ২ টাকা) এখন ইউজলেস। শুধু শুধু এগুলো বহনের বোঝা বাড়িয়ে লাভ কী।’
‘১ টাকা ও ২ টাকা মানের মুদ্রা তুলে দিয়ে সরকারের কী লাভ হবে’— এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের নয়, দেশের জনগণের লাভ হবে।’
প্রসঙ্গক্রমে, তিনি আরও বলেন, ‘এ সব ধাতব ও কাগুজে মুদ্রা ধ্বংস করতেও সরকারের অনেক ব্যয় হবে। এতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে’ বলে জানান তিনি।