প্রয়োজন হলে সেনাবাহিনী নামবে : জাহিদ মালেক

jahid-news-rijve-thereport24যদি প্রয়োজন হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রবিবার দুপুরে বাসে আগুন লাগানো ঘটনায় ইডেন কলেজের দগ্ধ শিক্ষার্থীকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘পুলিশ, র‌্যাব ও বিজিবি নাশকতারোধে সক্রিয় ভূমিকা পালন করছে। যদি প্রয়োজন হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামানো হবে। দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে এ ব্যাপারগুলো দেখছেন।’
তিনি আরও বলেন, ‘হরতাল-অবরোধের নামে দেশে নাশকতা করা হচ্ছে। যারা এ কাজ করছে তারা দেশের মানুষকে ভালবাসে না। যারা অবরোধের ঘোষণা দিয়েছেন তারা তো আরামেই আছেন। তারা দেশের না।’
সরকার পরিবর্তনের জন্য গণতান্ত্রিক পন্থা রয়েছে। গণতান্ত্রিক পন্থা ছাড়া সরকার পরিবর্তন সম্ভব না বলেও জানান তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আহতদের ঢামেক হাসপাতালের চিকিৎসকরা ভাল চিকিৎসা দিচ্ছেন। অবরোধকে কেন্দ্র করে বার্ন ইউনিটে এখন পর্যন্ত ৩৪ জন চিকিৎসা নিতে ঢামেক হাসপাতালে আসেন। এদের মধ্যে এখন ১৯ জন আছেন। তবে আজ আরও দুইজন আহত হয়ে এসেছেন। তারাও দ্রুত ভাল হয়ে যাবেন। আহতদের আর্থিক সহায়তাসহ সব ধরনের ব্যবস্থা করবে সরকার।’
এ ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. সামন্ত লাল সেন, পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, প্রফেসর ডা. সাজ্জাদ খন্দকার প্রমুখ বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend