জাতীয় লিগের খেলোয়াড়দের তালিকা প্রকাশ
আগামী ২৫ জানুয়ারি জাতীয় ক্রিকেট লিগের পর্দা উঠছে, ঘোষণাটা আগেই ছিল। আসর সামনে রেখে রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৮টি বিভাগের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। সেই সঙ্গে ১৬তম জাতীয় ক্রিকেট লিগের দুটি রাউন্ডের সূচিও প্রকাশ করেছে বিসিবি। ২৫ থেকে ২৮ জানুয়ারি প্রথম রাউন্ড এবং ১ থেকে ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
২৫ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ। বিকেএসপির ৩ নম্বর মাঠে রাজশাহী ও ঢাকা মেট্রো, ফতুল্লা স্টেডিয়ামে রংপুর ও চট্টগ্রাম এবং বিকেএসপি ২ নম্বর মাঠে সিলেট ও রংপুর বিভাগের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো শুরু হবে ১ ফেব্রুয়ারি। দ্বিতীয় রাউন্ডে মিরপুর স্টেডিয়ামে কোন খেলা নেই। ফতুল্লায় ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আউটারে হবে রাজশাহী ও চট্টগ্রামের মধ্যকার ম্যাচটি। মূল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঢাকা ও ঢাকা মেট্রোর ম্যাচটি। এছাড়া বিকেএসপি ২ নম্বরে খুলনা ও বরিশাল, বিকেএসপি ৩ নম্বরে রংপুর ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ক্রিকেটাররা কে কোন বিভাগের হয়ে খেলবেন:-
বরিশাল বিভাগ : শাহরিয়ার নাফিস, ফজলে মাহমুদ রাব্বি,সালমান হোসেন, মো.সজীব, মো. নুরুজ্জামান, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, মো.মানিক, ইসলামুল আহসান আবির, ফরিদ উদ্দিন মাসুদ, নাসুম আহমেদ, সোহাগ গাজী, অভিষেক মিত্র, আল-আমিন, শাহিন হোসেন খান, মো. ফোরকান, শহিদুল, সাইফ হাসান।
রংপুর বিভাগ : সোহরায়ার্দী শুভ, মাহমুমুদুল হাসান, লিটন কুমার দাস, আরিফুল হক, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, তানভির হায়দার খান, সাজেদুল ইসলাম, শুভাষিস রায়, বিশ্বনাথ হালদার, নাবিন ইসলাম, আব্দুর রহমান রনি, জাহিদ জাভেদ, সায়মন আহমেদ, সাদ্দাম হোসেন, তারিক আহমেদ রুবেন, কালয়ান অশিষ বাপ্পি, স্বন্দীপ সাহা দ্বীপ।
চট্টগ্রাম বিভাগ : নাফিস ইকবাল খান, নাজিম উদ্দিন চৌধুরী, মাহবুবুল করিম মিতু, ফয়সাল হোসেন, ইয়াসিন আলী রাব্বি, ইরফান শুকুর, মো. জসিম উদ্দিন, আলাউদ্দিন বাবু, নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন মুন্না, সাজু দত্ত, আলি আকবর, মো.সাইফউদ্দিন, মেহেদি হাসান রানা, তানভির হোসেন নান্না, ইফতেকার সাজিদ, আরিফুল হোসেন সুবজ, মো. মুনিরুজ্জামান।
রাজশাহী বিভাগ : ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, জহিুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক, জুবায়ের আহমেদ, সাকলায়েন সজীব, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মুক্তার আলী, তৌহিদ তারেক, শাফাক আলী জুবায়ের, মাইশিকুর রহমান, নাজমুল হাসান শান্ত, হাবিবুর রহমান, মাহিমুনুল চৌধুরী, শফিউল ইসলাম।
ঢাকা মেট্রো : সৈকত আলী, মো. সাদমান ইসলাম, মেহেদী মারুফ, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, আসিফ আহমেদ রাতুল, মো. শরিফউল্লাহ, জাবিদ হোসেন, মো. আসিফ হাসান, মোহাম্মদ ইলিয়াস, মো, শহিদ, আবু হায়দার রনি, মো. সোহাগ রেজা, মেহরাব হোসেন, তাসামুল হক, শেখ ওয়ালিউল করিম রনি, মো. মঈনুল ইসলাম সোহেল ও শেখ আশিকুজ্জামান।
খুলনা বিভাগ : আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, মো. মিথুন আলী, তুষার ইমরান, নাজমুস সাকিব, জিয়াউর রহমান, রবিউল ইসলাম শিবলু, মেহেদী হাসান মিরাজ, মুরাদ খান, অমিত মজুমদার, মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম, আবু বক্কর জীবন, ডলার মাহমুদ, মেহেদি হাসান, নাইদুল ইসলাম, সৈয়দ রাসেল ও কাজী নুরুল হাসান সোহান।
ঢাকা বিভাগ : মোহাম্মদ শরীফ, রকিবুল হাসান, শুভাগত হোম, রনি তালুকদার, আব্দুর মজিদ, নাদিফ চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, কাজী শাহাদাত হোসেন, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন সৈকত, দেওয়ান সাব্বির, নাসিরউদ্দিন, জুবায়ের হোসেন, মো. মাসুম, রবিন মাহবুব, সগির হোসেন পাবেল ও জনি তালুকদার।
সিলেট বিভাগ : ইমতিয়াজ হোসেন তান্না, রুম্মান আহমেদ, অলোক কাপালি, রাজিন সালেহ, ইজাজ আহমেদ, নাজমুল হোসেন মিলন, আবুল হাসান রাজু, আবু জায়েদ চৌধুরী রাহি, এনামুল হক, নাবিল সামাদ, সায়েম আলম চৌধুরী রিজভী, সাদিকুর রহমান তাজিন,রাহাতুল ফেরদৌস জাভেদ, জাকির হোসেন, শাহনাজ আহমেদ, ইমরাল আলী এনাম, আনয়ার আকবার চৌধুরী।