নারায়ণগঞ্জে বাসে আগুন, চালকসহ দগ্ধ ১০
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বন্ধন পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বাসের চালক, নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ৯টায় শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে সমবায় নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বাসের (ঢাকা মেট্রো ব ১১-০০৩৩) চালক করিমউল্লাহ বলেন, ‘ঢাকা থেকে আসা বাসটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়ার সময় ৫-৬ যুবক কাঠের মধ্যে তারকাঁটা মেরে রাস্তায় ফেলে রাখে। তাই দেখে আমি বাস থামানোর পর তারা বাসের গ্লাস ভাঙচুর করতে থাকে। তাদের মধ্যে কয়েকজন বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।’
এতে করিমউল্লাহসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
তারা হলেন ডা. সাইফুল ইসলাম ও তার স্ত্রী ডা. শারমিন সিদ্দিকী, আড়াই বছরের শিশু সাফিন, মিজানুর রহমান, ইমান আলী ও সোহাগ।
সাইফুল ইসলাম, শারমিন সিদ্দিকী ও শিশু সাফিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আজিম গাজী নামের একজনকে আটক করেছে।