ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী পালিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৭৯তম জন্মবার্ষির্কী পালিত হচ্ছে ঝিনাইদহে। সোমবার সকাল ১০টায় শহরের কেপি বসু সড়কস্থ দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি স্থানীয় গীতাঞ্জলী সড়ক প্রদক্ষিন শেষে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। এ আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। প্রধান অতিথির বক্তব্য বলেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শত-সহস্র নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করে জেলে নিক্ষেপ করা হয়েছে। রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করা হচ্ছে। পুলিশ প্রকাশ্যে মিছিল-সমাবেশে গুলি চালাচ্ছে। দেশকে পুলিশি রাষ্ট্রে রূপান্তরিত করা হয়েছে। তিনি আরও বলেন,রাজনৈতিক প্রতিপক্ষকে দমনপীড়ন, নির্যাতন, নিপীড়ন, গুম-খুন, জেল-জুলুম দিয়ে কখনো কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি স্বৈরশাসকদের করুণ পরিণতির কথা কে না জানে? আমাদের দেশেও আমরা স্বৈরশাসক আইয়ুবের পতন ঘটিয়েছি। আইয়ুব শাহীর অত্যাচার, অনাচার, নিপীড়ন, শোষণ ও বঞ্চনার কারণে আমরা পাকিস্তান রাষ্ট্রের কবর রচনা করি এবং আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থান ঘটাই। স্বাধীনতার পর তদানীন্তন আওয়ামী লীগ সরকার যখন ১৯৭৫ সালে একদলীয় শাসন কায়েম করেছিল, তার ফল কি শুভ হয়েছিল? স্বৈরাচারী বিশ্ববেহায়া এরশাদ ও তার একনায়কতান্ত্রিক শাসনের কী পরিণতি হয়েছিল, তাও দেশবাসী জানে।