ঝিনাইদহের কালীগঞ্জে র্যাবের হাতে, ফেন্সিডিল উদ্ধার, আটক-২
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে অভিযান চালিয়ে ১২৫০ বোতল ফেন্সিডিল ও একটি মিনি ট্রাক (যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো -ন-১৮-১৩১৪) সহ দুই জনকে আটক করে র্যাব। সোমবার বিকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,যশোর শার্শা উপজেলার মোকছেদ মোল্যার ছেলে মশিয়ার রহমান (২৫) ও একই উপজেলা আব্দুর রশিদের ছেলে জয়নাল আবেদীন (৫৫)। র্যাব-৬,ঝিনাইদহ ক্যাম্পের উপ-পরিচালক নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান,গোপন সংবাদের ভিত্তিতে যশোর হতে আসা ঝিনাইদহ গামী একটি মিনি ট্রাককে থামার জন্য সংকেত দেয় র্যাব। এসময় ফেন্সিডিল বহনকারী ট্রাকটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাবও তাদের পিছু নিয়ে ধাওয়া করে বারোবাজারে এসে আটক করে। মিনিট্রাকে অভিযান চালিয়ে সবজির নিচ থেকে ১২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।