ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে শৈত্যপ্রবাহ

weatherঅনেকটা হঠাৎ করেই সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহ পড়েছে। তীব্র শীতের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হচ্ছে। সোমবার রাজধানীসহ সারা দেশের আকাশে সূর্যের দেখা প্রায় মিলেইনি বলা যায়। আর সারা দেশে এই চলতি শৈত্যপ্রবাহ আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে।
সোমবার এমন সম্ভাবনার কথাই জানালেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।
হঠাৎ করে পড়া এই শৈত্যপ্রবাহ কতদিন চলতে পারে এমন প্রশ্নে আবহাওয়াবিদ আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, ফেব্রয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত এই অবস্থা থাকতে পারে। তবে এখন যেমন শীত আছে কয়েক দিনের মধ্যে এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা নেই।
আর কাল-পরশু থেকে শৈত্যপ্রবাহ কিছুটা কমার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।
হঠাৎ শৈত্যপ্রবাহের কারণ হিসেবে তিনি বলেন, উত্তরে বাতাস হচ্ছে। আর কদিন আগে হঠাৎ বৃষ্টি হলো। আর দিনের বেলায় সূর্য প্রায় উঠছেই না। এ সব কারণেই হঠাৎ এই শৈত্যপ্রবাহ।
রবিবার থেকে হঠাৎ পরা এই শৈত্যপ্রবাহ সোমবার যেন আরও তীব্রতর আকার ধারণ করেছে। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো হবিগঞ্জে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend