মুক্তমত
ইন্টারনেটে খবর ঘাটতে গিয়ে হঠাৎ এই ছবির উপর চোখ আটকে গেল. ১৯৯১ থেকে ২০০৪ সাল পর্যন্ত দুবাই এর কতটা পরিবর্তন! !! এই উন্নতির বেশিরভাগই কাজই হয়েছে বাংলাদেশী শ্রমিকদের হাত ধরে. উনারা তপ্ত মরুভুমিকে স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন. শুধু দুবাই নয়, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্যের দেশ সহ পৃথিবীর প্রায় সকল প্রান্তে আমরা বাংলাদেশীরা অন্যের দেশ সাজাতে সিদ্ধহস্ত. অথচ স্বাধীনতার ৪৩ বছর পার হয়ে গেলেও বাংলাদেশকে পরিপুর্নভাবে সাজাতে পারিনি. আমরা মরুর মধ্যে ফুল ফোটাতে পারি অথচ স্বর্নের খনির মতো অপার সম্ভাবনাময় নিজের দেশকে পরিপাটি করে গড়ে তুলতে পারিনা! !!
এর প্রধান কারণ হচ্ছে আমরা অনেকেই “সবার আগে দেশ” এই মুলমন্ত্রে বিশ্বাসী না. অনেকেই নিজের সার্থ উদ্ধারের জন্য দেশের স্বার্থ বিলিয়ে দেই. নিজেরাই নিজেদের ভাইয়ের বুকে গুলি করি, নিজেরাই নিজেদের গাড়িতে আগুন জ্বালাই আবার বিনা অপরাধে নিজেরাই নিজেদের ভাইকে জেলে পুরে রাখি. কি স্বার্থপর এবং বোকা জাতি আমরা !!! ৫ বছর খাটুনি করে যা অর্জন করি, প্রতিহিংসার আগুনে ৫ মিনিটেই তা জ্বালিয়ে শেষ করে দেই. এখনও সময় আছে রাজনৈতিক হানাহানি ছেড়ে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই. নিজের মাতৃভূমি কে সুন্দর করে সাজাই. দেশের মানুষ চায় শান্তি. দেশের মানুষের এই চাহিদাটা বুঝলেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব. আরে ভাই, নিজের বুঝ তো পাগলেও বুঝে… আমরা কেন বুঝিনা? সেদিন খুব বেশি দেরি নেই, যেদিন বিশ্বের বুকে বাংলাদেশের নাম পরাশক্তি রুপে বিবেচিত হবে. সেই ক্ষমতা আমাদের আছে. এখন শুধু দেখানোর পালা..
আসিফ শাহনেওয়াজ তুষার
সিটি ডেস্ক এডিটর, শেরপুর নিউজ ২৪ ডটকম