সাভারে বাসে পেট্রোল বোমা হামলা, দগ্ধ ২
সাভার বাড়ইপাড়া বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রাথমিকভাবে দু’জন যাত্রী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- রিকশাচালক আব্দুর রশিদ (৪০) ও নিতাই চন্দ্র সরকার (৫৭)।
নিতাই চন্দ্র সরকার জানান, জিরানীবাজার থেকে কালিয়াকৈর পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি বাড়ইপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছে যাত্রী নামানোর সময় দুর্বৃত্তরা একটি পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়।
ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘আব্দুর রশিদের শরীরের ৩৯ শতাংশ এবং নিতাই চন্দ্রের মাথা ও দুই হাতের দুই শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক।