জামালপুরে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

shadinজামালপুরে স্কুলছাত্র মো. শাহজামাল স্বাধীন (১৫) হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শিকদার মঙ্গলবার দুপুর ১২টায় এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— সাদ্দাম হোসেন (২০), সেতু (১৮), ফজলে রাব্বী শিশির ওরফে ফৌজি (২০), জাকির হোসেন (২৪) ও মিরান (২২)।
মামলা সূত্রে জানা যায়, মোবাইল ফোন নিয়ে বাকবিতণ্ডার জেরে ২০১০ সালের ২৩ মার্চ রাত ১১টার দিকে জামালপুর শহরের বাজারীপাড়া এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে মো. শাহজামাল স্বাধীনকে (১৫) আসামিরা বাসা থেকে ডেকে নেয়। পরে মা ও আশপাশের লোকজনের সামনেই ছুরিকাঘাত করে স্বাধীনকে ফেলে রেখে যায় আসামিরা।
মুমূর্ষু অবস্থায় স্বাধীনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্বাধীনের বাবা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বাছেদ এজাহারের সকল আসামিকে অভিযুক্ত করে ওই বছরের ১৮ এপ্রিল আদালতে চার্জশিট দেন।
মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক ৫ আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেন।
মো. শাহজামাল স্বাধীন জামালপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend