কুমিল্লায় পণ্যবাহী দুই ট্রাকে আগুন
জেলা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল বোমা নিক্ষেপ করে পণ্যবাহী দুইটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
উপজেলার পদুয়ার বাজার গেইট এলাকায় মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী আলু বোঝাই দুইটি ট্রাক পদুয়ার বাজার রেল গেইট এলাকায় এলে দুর্বৃত্তরা এতে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নুরুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ট্রাক দুইটির কিছু অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’
এ দিকে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শাসনগাছা এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে এক দল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বিএনপি কর্মীকে আটক করে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, ‘পূর্বে শাসনগাছা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় তাদের আটক করা হয়েছে।’ তবে তিনি আটক ব্যক্তিদের পরিচয় জানাননি।