ভৈরব থানার সামনে বাসে আগুন
জেলার ভৈরবে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভৈরব থানার মূল ফটকের সামনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চলনবিল নামক বাসটি নিরাপত্তার জন্য ভৈরব থানার মূল ফটকের সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ দুর্বৃত্তরা এসে বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুন নেভাতে গিয়ে বাসের হেলপার অহিত মিয়া (৩০) আহত হন।
খবর পেয়ে ভৈরব, রায়পুরা ও আশুগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপরাধীদের ধরতে শহরের বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চলছে।