বুধ-বৃহস্পতিবার ঢাকায় ছাত্রদলেরও হরতাল
২০ দলীয় জোটের পর এবার ছাত্রদলও হরতালের ডাক দিল। খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি নিহতের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ পুরো বিভাগে জাতীয়তাবাদী ছাত্রদল এ হরতাল ঘোষণা দিয়েছে।
সংগঠনের দফতর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জনি হত্যার বিষয়ে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান যৌথভাবে বিবৃতি দেন।
এদিকে মঙ্গলবার দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ঢাকা ও খুলনা বিভাগে বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, ‘ক্ষমতাসীন বর্তমান অবৈধ স্বৈরাচারী সরকার ক্ষমতা হারানোর ভয়ে বিরোধী জোট বা ছাত্রদল নেতাদের হত্যার হলিখেলায় মেতে উঠেছে। তারা গণতন্ত্র সচেতন ছাত্রনেতাদের হত্যার মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার স্বপ্ন দেখছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ফ্যাসিষ্ট সরকার দেশে ৭২ থেকে ৭৫ সময়ের আবহে দেশকে পরিচালনার স্বপ্ন দেখছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রক্ষীবাহিনীর কায়দার পরিচালনার চেষ্টা করছে। কিন্তু তাদের মনে রাখা দরকার দমন-পীড়ন আর হত্যার মাধ্যমে ক্ষমতাকে কথনোই দীর্ঘায়িত করা যায় না।’
রাজিব আহসান ও মো. আকরামুল হাসান বিবৃতিতে বলেন, ‘অন্যায়ভাবে হত্যার শিকার কোন ছাত্রনেতার রক্ত বৃথা যেতে দেয়া হবে না। ছাত্রদল অবশ্যই দেশবাসী ও ছাত্র সমাজকে সাথে নিয়ে অন্যায় এসব হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমান এই অবৈধ সরকারের অন্যায় কাজে নিজেদের জড়িত করবেন না। সরকারের স্বার্থ চরিতার্থে অমানবিক গুম, খুনে নিজেদের হাত রক্তে রঞ্জিত করবেন না। মনে রাখবেন আপনারা যাদের খুন করছেন তারা আপনাদেরই ভাই ও বন্ধু।’