ঝিনাইদহে হরতালের সমর্থনে মিছিল আটক ৯
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:
ঝিনাইদহে ২০ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টার হরতাল চলছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে।সকাল থেকে অন্যানো দিনের মত ছেড়ে যায়নি দুরপাল্লার কোন যানবাহন। বন্ধ রয়েছে সকল প্রকার দোকান পাট, ব্যাংক বীমা ব্যবসা প্রতিষ্ঠান। হরতাল সমর্থনে সকালে শহরের চুয়াডাঙ্গা, আরাপপুর ও উজির আলী স্কুলের সামনে থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের হয়। এসময় পুলিশ আসলে বিক্ষোভ কারীরা পালিয়ে যায়। এছাড়াও সকাল থেকে জেলার কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। জেলায় যেকোন প্রকার নাশকতা এড়াতে শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সেই সাথে র্যাবের টহল জোরদার করা হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এ মঙ্গলবার এ হরতালের ডাক দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এদিকে পুলিশ সুপার আলতাফ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৯ বিএনপি ও জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে সদরে ২ জন, মহেশপুরে ২জন, হরিণাকুন্ডুতে ২ জন ও শৈলকুপায় ২ জন এবং কালীগঞ্জ থেকে ১ জনকে আটক করা হয়।