অবরোধের ১৬ দিন ॥ এখনো শেরপুরের যান চলাচল স্বাভাবিক হয়নি

oborodh_61664

২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ চলছে। শেরপুর জেলায় আভ্যন্তরীণ সড়কগুলোতে অবরোধের প্রভাব খুব একটা পড়েনি। ৫ জানুয়ারীর অবরোধ ডাকা হলেও শেরপুরের আভ্যন্তরীন সড়কগুলোতে সিএনজি অটো রিক্সাসহ ছোটখাটো যানবাহন চলাচর ছিল স্বাভাবিক।

তবে অবরোধের ফলে দূরপাল্লার যান চলাচল মারাত্মকভাবে বিঘিœত হয়েছে। প্রতিদিনের স্বাভাবিক যান চলাচল কমে গিয়ে হাতে গোনা কিছু পরিবহন চলছে।

বিশেষ করে শেরপুর জামালপুর বাসস্ট্যান্ড চলাচলরত সোনার বাংলা সার্ভিসের কিছু বাস অবরোধের মধ্যেই ঝুকি নিয়ে চলাচল করছে। নিয়মিত না হলেও সোনার বাংলা পরিবহনের কিছু বাস ঢাকায় যাচ্ছে। রাতের বেলা নাইট সার্ভিসেরও

কিছু বাস ঝুকি নিয়ে চলাচল করছে।

বিশেষ করে বকশীগঞ্জ, শ্রীবরদী, ঝিনাইগাতী থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো ঝুকি নিয়ে ঢাকায় যাচ্ছে।

তবে নিয়মিত স্বাভাবিক চলাচল মারাত্মক ভাবে

বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বাস কোচ মালিক সমিতির অনেকেই।

এছাড়া অবরোধের কারণে যাত্রী কমে যাওয়াও কারণে বাস চলাচল কম করছে বলেও জানিয়েছেন সংগঠনটির অনেকেই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend