দুর্বৃত্তদের ককটেল হামলায় চট্টগ্রামে ৩ পুলিশ আহত
চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন— কনস্টেবল রিপন বড়ুয়া (৩০), মো. রফিক (৩৫) ও ফরিদ উদ্দিন (৩০)।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও এলাকায় আহত তিন পুলিশ সদস্যদের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দেখে গেছেন।
সিএমপির চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ জানান, রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারের সামনে পুলিশ সদস্যরা ডিউটিরত ছিলেন। সড়ক দিয়ে চলাচলকৃত একটি গাড়ি থেকে দু’টি ককটেল ফাটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে আহত পুলিশের তিন সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের আটকে অভিযান চলছে।