‘খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে’
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, ‘খালেদা জিয়া দেশটাকে অকার্যকর রাষ্ট্র বানাতে পাঁয়তারা চালাচ্ছেন। তাকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।’
দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্ধারিত আলোচনায় তিনি এ সব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আজকে পাকিস্তানের প্রেতাত্মারা খালেদা জিয়ার নেতৃত্বে যুদ্ধ ঘোষণা করেছে। যারা নৈরাজ্য করছে, দেশটাকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় তাদের আইনের আওতায় আনতে হবে।’
তিনি বলেন, “এটা খুব দুঃখজনক কয়েকদিন আগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন তিনি তার কার্যালয়ে বসে একটি স্টেটমেন্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘এ সমস্ত কার্যক্রম যারা করে তারা আওয়ামী লীগের সন্ত্রাসী।’ তিনি সরকারের ওপর দায় চাপিয়েছেন। কিন্তু গতকাল ছাত্রদলের এক নেতা বোমা বানাতে গিয়ে তার বাসায় আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন। আজকে তিনি ইন্তেকাল করেছেন।”
তিনি বলেন, ‘এরা কারা? এরা বিএনপি এবং শিবিরের লোক। আজকে খালেদা জিয়ার কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। খালেদা জিয়া নিজেই নৈরাজ্য সৃষ্টি করেছে। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। তিনি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।’