অবরোধের আগুনে দগ্ধ হেলপারের মৃত্যু
বগুড়ার নুনগোলায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ ট্রাকের হেলপার আবদুর রহিম (৩০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।
রহিমের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, শ্বাসনালীসহ তার শরীরের ৩৩ শতাংশ পুড়ে যায়।
তিনি জানান, ওই ট্রাকে থাকা দগ্ধ ফার্নিচার ব্যবসায়ী সাজু মিয়ার (৪০) চিকিৎসা চলছে।
এর আগে রাতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, বগুড়া থেকে ফার্নিচার নিয়ে ঢাকায় উদ্দেশে রওয়ানা দেয় একটি ট্রাক। বগুড়া-নামুজা সড়কের নুনগোলায় পৌঁছলে রাত ৮টার দিকে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় অবরোধ-হরতাল সমর্থকরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে চালক টিটন মিয়া (৩৬), হেলপার রহিমসহ তিনজন দগ্ধ হন। ট্রাকটির অধিকাংশই পুড়ে গেছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি ঘটলে হেলপার রহিম ও সাজু মিয়াকে শুক্রবার ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান রহিম।