ঝিনাইদহে ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতাল চলছে আটক-৬
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধিঃ-
ঝিনাইদহে ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতাল চলছে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব, সরকারের নাশকতা ষড়যন্ত্রের প্রতিবাদ এবং বিএনপি ও তার ২০দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধের মধ্যে। সকাল থেকে দুরপালার কোন যানবাহন জেলা থেকে ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরনীয় বিভিন্ন রুটে কিছু কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। হরতালের কারনে ব্যাংক, বীমা লেনদেন স্বাবাভিকের চেয়ে অনেক কম । শহরের গুরুত্বপূর্ন এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে হরতাল সমর্থনে সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, আরারপুর ও উজির আলী স্কুলের সামনে থেকে খন্ড খন্ড মিছিল বের হয় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় পুলিশ আসলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া সকাল থেকে জেলার কোথাও কোন প্রকার নাশকতার খবর পাওয়া যায়নি। জেলায় যেকোন প্রকার নাশকতা এড়াতে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তার। এদিকে নাশকতার আশংকায় গত রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৬ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আলতাল হোসেন।