ঝিনাইদহে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ-
ঝিনাইদহের কালীগঞ্জ জেনারেল কিনিকে ডাক্তার ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু অভিযোগ ওঠেছে। প্রত্যদর্শী জানান, আজ বিকাল ৫ টার সময ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলাবাসষ্ঠান অবস্তিত জেনারেল কিনিকে উপজেলার চাপালী গ্রামের ব্যবসায়ী মোশাররফ হোসেন স্ত্রী সীমাবেগম সন্তান প্রসবের জন্য ভর্তি হয় এ সময় কিনিক মালিক মিজানুর রহমান ও ম্যানেজার সাইফুল ইসলাম নিজে ভুল পরীানীরীা করে রোগীনীকে সিজার করতে বলেন এসময় যশোর থেকে আগত ডাঃ নিকুজ্ঞ বিহারী গোলদার রোগীনীকে মেয়াদ উর্ত্তীণ ইনজেকসন পুস করে এবং অপারেশন থিয়েটর থেকে আঘাতপ্রাপ্ত হয়ে নবজাতক মৃত্যুবরন করে বলে অভিযোগ ওঠেছে। এ সময় স্থানীয় জনতা কিনিক মালিক ও ডাক্তারকে আটক করে কিনিক ঘেরাও করে পরে কালীগঞ্জ থানার এস আই মনিরহোসেন নেতৃত্বে পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রে আনে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।