ঝিনাইদহের কালীগঞ্জে চিনি শিল্প রায় মানববন্ধন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:
চিনি শিল্প রায় ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগারমিলের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও এলাকার জনগন মৌন মিছিল ও মানববন্ধন করেছে। শনিবার সকাল ১১ টার দিকে মোচিকের গুদামে অবিক্রিত চিনি বিক্রি বৃদ্ধির লে এ মানববন্ধন ও মৌন মিছিল কর্মসুচি পালন করা হয়। মিছিলটি চিনিকল থেকে শুরু করে সারা শহর প্রদনি করে। মিছিল শেষে মেইন বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনোয়ারুল আজীম আনার, মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শহিদুল ইসলাম, কারখানা ব্যবস্থাপক নওশেরুজ্জামান, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি ও রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মসিউর রহমান স্বপন, প্রমুখ। মানববন্ধনে বক্তাগন বলেন, যেকোন মূল্যে মোবারকগঞ্জ চিনিকলকে বাঁচিয়ে রাখতে হবে। মিলের উৎপাদিত আখের চিনি উৎকৃষ্ট মানের, মিষ্টি বেশি, সুস্বাধু তিকর ক্যামিক্যালমুক্ত ও স্বাস্থ্য সম্মত। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তাগন বলেন, মিলের চিনি বিক্রি না হওয়া পর্যন্ত কালীগঞ্জে বাইরের চিনি বিক্রি করতে দেয়া হবে না। তিনি মিলকে বাঁচানোর স্বার্থে ব্যবসায়ীদের বাইরে চিনি বিক্রি বন্ধ করে দিয়ে মিলের উৎপাদিত চিনি বিক্রি করার জন্য আহবান করেন।