আমিও সাংবাদিকের ঘরণী : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমিও সাংবাদিকের ঘরণী। সাংবাদিকরা কখন কার চোখ রাঙানির ভয়ে নিউজ দেন, আর কখন দেন না এটা আমার ভালো জানা আছে। আমি নিজেও দুই বছর সাংবাদিকতা করেছি।’
দশম জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সোমবার নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে সাংবাদিকদের প্রতি এই ক্ষোভ প্রকাশ করেন কৃষিমন্ত্রী।
বক্তব্যকালে ঢাকা জেলায় কৃষির অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে মতিয়া চৌধুরী। সংসদে বলেন, ‘দিন দিন যেভাবে কৃষি জমি কমছে তাতে ভবিষ্যতে ঢাকা জেলাতে এটি (কৃষি) আর থাকবে কি না সেটাই গবেষণার বিষয়।’
কৃষিমন্ত্রী জানান, রাজধানী ঢাকায় এখন তেমন আর কৃষি জমি নেই। তাই ঢাকার বাইরে নিত্যনতুন কৃষি খামার করা হচ্ছে। ঢাকা জেলার মিরপুর থানায় ১০০ একর আয়তনের একটি বীজবর্ধন খামার রয়েছে। উক্ত খামারে উৎপাদিত বীজ নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলায় সরবরাহ করা হচ্ছে।