পেট্রোলবোমায় দগ্ধ আরও একজনের মৃত্যু
দিনাজপুরে ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ আবদুল মালেক (৫০) ছয় দিন পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা গেছেন। পেট্রোলবোমার আগুনে শ্বাসনালীসহ তার শরীরের বেশীরভাগ পুড়ে গিয়েছিল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মারুফুল ইসলাম জানান, ২১ জানুয়ারি রাতে দিনাজপুরের কাহারোল উপজেলায় ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকচালক রফিকুল ইসলামের সঙ্গে থাকা বন্ধু আবদুল মালেক দগ্ধ হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় শনিবার। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় তিনি মারা যান।
নিহত আবদুল মালেকের বাড়ি নীলফামারী জেলার সোহাদীবোচা গ্রামে। তার স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।
আবদুল মালেক বিশ্ব ইজতেমায় গিয়ে অবরোধ আর হরতালের কারণে বাড়িতে ফিরতে পারছিলেন না। ট্রাকচালক বন্ধু রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে তার ট্রাকে বাড়ি ফিরছিলেন।