জামালপুরে দ্রুতবিচার আইনে ২ মামলা: বিএনপি-জামায়াতের ৮৫ জন আসামি, আটক ৮
জামালপুরে গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের ৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে দুটি মামলা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে শনিবার রাত সাড়ে ১০টায় ৫১ জনের নাম উল্লেখ করে দ্রুতবিচার আইনে একটি মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে, ময়নাল হক নামে এক অটোরিকশাচালক বাদী হয়ে আরেকটি মামলা করেন। এতে বিএনপির ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৫০ জনকে।
দুটি মামলা হওয়ার পর পুলিশ গ্রেফতার অভিযানে নামে। শনিবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।